Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বাংলা ভাষা
 
21. বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি?
ক. লেখ্য ও আঞ্চলিক
খ. আঞ্চলিক ও সর্বজনীন
গ. কথ্য ও আঞ্চলিক
ঘ. মৌখিক ও লৈখিক
উত্তরঃ
 
22. ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক. সনাতন হিন্দু
খ. সহজিয়া বৌদ্ধ
গ. জৈন
ঘ. হরিজন
উত্তরঃ
 
23. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
উত্তরঃ
 
24. চর্যাপদ আবিস্কৃত হয় কোন দেশ থেকে?
ক. নেপালের রাজ-দরবার থেকে
খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ. ভুটানের রাজ-দরবার থেকে
ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ
 
25. চর্যাপদ আবিষ্কার হয় --
ক. চীন
খ. নেপাল
গ. মিয়ানমার
ঘ. ভারত
উত্তরঃ
 

26. বাংলা ভাষার আধুনিক যুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল
খ. ৮০০-১২০০ সাল
গ. ১২০০-১৬০০ সাল
ঘ. ১৮০০- বর্তমান
উত্তরঃ
 
27. একজন মানুষের দুইডা পোলা আছিল এ বাক্যটিতে কোন ভাষার উদাহরণ দেওয়া হয়েছে?
ক. চলিত
খ. উপভাষা
গ. লেখ্য
ঘ. আঞ্চলিক
উত্তরঃ
 
28. প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
ক. উপভাষা
খ. চলিত ভাষা
গ. সাধু ভাষা
ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ
 
29. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ
 
30. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
ক. ইন্দো-ইউরোপীয়
খ. ইন্দো-দ্রাবিড়িয়ান
গ. আর্য
ঘ. আর্য-ইউরোপীয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter