Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা


বাংলা ভাষা
 
11. প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ
 
12. বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ
 
13. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ
 
14. প্রাচীন ভারতীয় আর্য ভাষার চিহ্নিত করুন --
ক. পলি
খ. প্রাকৃত
গ. বৈদিক
ঘ. ভোজপুরি
উত্তরঃ
 
15. বেদের ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
ক. দেশি ভাষা
খ. বৈদিক ভাষা
গ. বেদী ভাষা
ঘ. ইংরেজি ভাষা
উত্তরঃ
 

16. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-
ক. সপ্তম থেকে দ্বাদশ
খ. অষ্টম থেকে চতুর্দশ শতক
গ. নবম থেকে চতুর্দশ শতক
ঘ. দশম থেকে চতুর্দশ শতক
উত্তরঃ
 
17. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
ক. ৮০০ বছর
খ. ১০০০ বছর
গ. ১১০০ বছর
ঘ. ১২০০ বছর
উত্তরঃ
 
18. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
ক. ১৯
খ. ২৩
গ. ২৫
ঘ. ২৭
উত্তরঃ
 
19. বাংলা ভাষার মধ্যযুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল
খ. ৮০০-১২০০ সাল
গ. ১২০০-১৬০০ সাল
ঘ. ১২০১-১৮০০ সাল
উত্তরঃ
 
20. বাংলা ভাষার প্রাচীন যুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল
খ. ৮০০-১২০০ সাল
গ. ১২০০-১৬০০ সাল
ঘ. ১২০১-১৮০০ সাল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter