Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত


সুদকষা
 
31. সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১৫%
খ. ২০০%
গ. ২৫%
ঘ. ১২.৫%
উত্তরঃ
 
32. ৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে?
ক. ১২০০ টাকা
খ. ৯০০ টাকা
গ. ১৩২০ টাকা
ঘ. ১৯২০ টাকা
উত্তরঃ
 
33. শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?
ক. ৫৫০
খ. ৬০০
গ. ৬৫০
ঘ. ৭০০
উত্তরঃ
 
34. বার্ষিক ৬% সরল মুনাফায় কত টাকা ৪ বছরে সবৃদ্ধিমূল ৮০৬০ টাকা হবে?
ক. ৬০০০ টাকা
খ. ৬৫০০ টাকা
গ. ৬৭৫০ টাকা
ঘ. ৭০০০ টাকা
উত্তরঃ
 
35. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত হবে?
ক. ১০%
খ. ১২%
গ. ১৪%
ঘ. ১৫%
উত্তরঃ
 

36. এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক. ১৫০ টাকা
খ. ১৯০ টাকা
গ. ২২৫ টাকা
ঘ. ২৯০ টাকা
উত্তরঃ
 
37. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?
ক. ১০%
খ. ৫%
গ. ৮%
ঘ. ১২%
উত্তরঃ
 
38. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১৫ টাকা
খ. ২৫ টাকা
গ. ২০ টাকা
ঘ. ১২.৫০ টাকা
উত্তরঃ
 
39. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১৫ টাকা
খ. ২৫ টাকা
গ. ২০ টাকা
ঘ. ১২.৫০ টাকা
উত্তরঃ
 
40. ৫% হারে ৩০০ টাকার ৫ বছরে সুদাসল কত হয়?
ক. ৩২৫
খ. ৩৪৫
গ. ৩৬০
ঘ. ৩৭৫
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter