Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত


সুদকষা
 
1. বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?
ক. ৯৩২ টাকা
খ. ১৫০০ টাকা
গ. ১০০০ টাকা
ঘ. ১২৪৫ টাকা
উত্তরঃ
 
2. শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
ক. ১৫%
খ. ১৪%
গ. ১২%
ঘ. ১০%
উত্তরঃ
 
3. শতকরা বার্ষিক কত হার সুদের ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?
ক. ৩%
খ. ৪%
গ. ৫%
ঘ. ৬%
উত্তরঃ
 
4. শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক. ৩%
খ. ৫%
গ. ৭%
ঘ. ১০%
উত্তরঃ
 
5. বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরে মুনাফা ২৫৫ টাকা হবে?
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ
 

6. এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
ক. ৮%
খ. ৮.২৫%
গ. ৮.৭৫%
ঘ. ৮.৫০%
উত্তরঃ
 
7. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১২.৫০ টাকা
খ. ২০ টাকা
গ. ২৫ টাকা
ঘ. ১৫ টাকা
উত্তরঃ
 
8. x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরে মুনাফা x টাকা হলে x =কত
ক. 75 টাকা
খ. 25.50 টাকা
গ. 25 টাকা
ঘ. 50 টাকা
উত্তরঃ
 
9. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?
ক. ৩%
খ. ৪%
গ. ৫%
ঘ. ৬%
উত্তরঃ
 
10. বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
ক. ২০০০০ টাকা
খ. ২২০০০ টাকা
গ. ২৪০০০ টাকা
ঘ. ৩০০০০ টাকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter