Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত


লাভ ও ক্ষতি
 
31. একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
ক. ১০%
খ. ১২%
গ. ১৪%
ঘ. ১৫%
উত্তরঃ
 
32. ক্রয় মূল্য : বিক্রয় মূল্য = ৫:৬; এতে শতকরা কত লাভ হয়?
ক. ২০%
খ. ৪০%
গ. ১০%
ঘ. ১৫%
উত্তরঃ
 
33. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
ক. ৭৫০০/-
খ. ৮৫০০/-
গ. ৯০০০/-
ঘ. ৯২০০/-
উত্তরঃ
 
34. কবির ৩০০ টি কলা কিরলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিল। সে ক্রয়মূল্যের উপর শতকরা কত টাকা লাভ করলো?
ক. ৪০%
খ. ৫০%
গ. ৬০%
ঘ. ৮০%
উত্তরঃ
 
35. জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিলে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
ক. ২৭২৫ টাকা
খ. ৩০০০ টাকা
গ. ৩১২৫ টাকা
ঘ. ৩২০০ টাকা
উত্তরঃ
 

36. সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?
ক. ১২০৭৫ টাকা
খ. ১৩৩২০ টাকা
গ. ১৬০০০ টাকা
ঘ. ১৪৪০০ টাকা
উত্তরঃ
 
37. টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২৫% ক্ষতি হয়? ৫০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তরঃ
 
38. ১০ টাকায় ১২টি করে কোনো জিনিস ক্রয় করে ১০ কাটায় ৮টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক. ৫০% লাভ
খ. ৩৫% লাভ
গ. ২৫% লাভ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
39. একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
ক. ১৫০ টাকা
খ. ১২০ টাকা
গ. ১৬০ টাকা
ঘ. ১০০ টাকা
উত্তরঃ
 
40. আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
ক. ১২০০০০ টাকা
খ. ১২০০০ টাকা
গ. ১৩০০০০ টাকা
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter