Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত


লাভ ও ক্ষতি
 
1. ৫টি লিচু যে দরে ক্রয় করা হয়, ৪টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক. ৩০% ক্ষতি
খ. ২৫% লাভ
গ. ১০% লাভ
ঘ. ২০% লাভ
উত্তরঃ
 
2. টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে-
ক. ৩০%
খ. ১৫%
গ. ৫০%
ঘ. ৩৫%
উত্তরঃ
 
3. মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১,৮৫৩ টাকা হলো। মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল?
ক. ১,৬৫০ টাকা
খ. ১,৬০০ টাকা
গ. ১,৭০০ টাকা
ঘ. ১,৭৫০ টাকা
উত্তরঃ
 
4. ৫০টি কলম ২০০ টাকায় কিনে ২৫টি কলম ৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক. কোনো লাভ বা ক্ষতি হবে না
খ. ক্ষতি ৫০%
গ. ক্ষতি ১০%
ঘ. লাভ ১০%
উত্তরঃ
 
5. একটি কবিতার বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
ক. ১০০ টাকা
খ. ১০৫ টাকা
গ. ৯৫ টাকা
ঘ. ১০২ টাকা
উত্তরঃ
 

6. একজন বিক্রেতা ১১০ টাকা কেজি দরের কিছু চায়ের সাথে ১০০ টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করে। বিক্রেতা দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল।
ক. ১০০
খ. ৮০
গ. ৫০
ঘ. ৬০
উত্তরঃ
 
7. এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
ক. ৭৫
খ. ৮০
গ. ৮৫
ঘ. ৯০
উত্তরঃ
 
8. টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক. ২৫% লাভ হবে
খ. ২৫% ক্ষতি হবে
গ. ৩০% লাভ হবে
ঘ. লাভ বা ক্ষতি কিছুই হবে না
উত্তরঃ
 
9. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
ক. ৪%
খ. ৫%
গ. ৭%
ঘ. ৮%
উত্তরঃ
 
10. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
ক. ১৮:২৫
খ. ২০:২৫
গ. ২৪:২৫
ঘ. ১৯:২৫
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter