Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত


ক্ষেত্রফল ও পরিমাপ
 
11. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
ক. ৩৮০ বর্গমিটার
খ. ৪২৪ বর্গমিটার
গ. ৪০০ বর্গমিটার
ঘ. ৩৮৪ বর্গমিটার
উত্তরঃ
 
12. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার এবং ভিতরে চতুর্দিকে ১ মিটার চওড়া ১টি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
ক. ২১৬ ব: মি:
খ. ১৩৬ ব: মি:
গ. ১২০ ব: মি:
ঘ. ১৪৮ ব: মি:
উত্তরঃ
 
13. একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের চতুদ্যিকে চওড়া ১টি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
ক. ১২০ ব. মি.
খ. ১৪৮ ব. মি.
গ. ১৩৬ ব. মি.
ঘ. ২৪৮ ব. মি.
উত্তরঃ
 
14. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২০ গজ এবং প্রস্থ ১৪ গজ। এর ভিতরে চারদিকে ২ গজ চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
ক. ১০০ বর্গগজ
খ. ১১০ বর্গগজ
গ. ১১৫ বর্গগজ
ঘ. ১২০ বর্গগজ
উত্তরঃ
 
15. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
ক. ৭৮০ বর্গমিটার
খ. ৮০০ বর্গমিটার
গ. ৮৭৫ বর্গমিটার
ঘ. ৯৭৬ বর্গমিটার
উত্তরঃ
 

16. একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। ঐ জমির মাঝে একটি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন।
ক. ১৪০০ বর্গমিটার
খ. ১০৫৬ বর্গমিটার
গ. ৪৮০০ বর্গমিটার
ঘ. ৩৭৪৪ বর্গমিটার
উত্তরঃ
 
17. একটি খেলার মাঠের প্রস্থ আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন।
ক. ৮০ মিটার
খ. ১০৫ মিটার
গ. ৯০ মিটার
ঘ. ১০ মিটার
উত্তরঃ
 
18. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
ক. ১২৮ মিটার
খ. ৬৪ মিটার
গ. ৪৮ মিটার
ঘ. ৩২ মিটার
উত্তরঃ
 
19. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে মোট ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
ক. ১৮ মিটার
খ. ১৬ মিটার
গ. ১৪ মিটার
ঘ. ১২ মিটার
উত্তরঃ
 
20. একটি বলঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ঘরটির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে ঘরটির পরিসীমা কত?
ক. ৪৮ মিটার
খ. ৬০ মিটার
গ. ৫৬ মিটার
ঘ. ৫২ মিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter