Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
ইংরেজি


Translation
 
31. মেয়েটি দেখতে তা মায়ের মত---
A. The girl is like her mother
B. The girl looks as her mother
C. The girl takes after her mother
D. The girl looks after her mother
উত্তরঃ C
 
32. He has gone to the dogs- এর সঠিক অনুবাদ কোনটি?
A. সে কুকুরের কাছে ‍গিয়েছে।
B. সে কুকুরের সন্নিকটে থাকে।
C. সে গোল্লায় গিয়েছে।
D. সে কুকুর পোষে।
উত্তরঃ C
 
33. ‘মুষলধারে বৃষ্টি হচ্ছে’ – বাক্যটির সঠিক উত্তর কোনটি?
A. It is raining cats and dogs
B. It is raining fast
C. It has been raining cats and dogs
D. It is raining continuous
উত্তরঃ A
 
34. The correct translation of ‘নারীরা দরিদ্রদের মধ্যে দরিদ্রতম’is
A. Woman are the poorest of the poor.
B. Woman are the poorest of the poverty.
C. Woman are the poor of the poor.
D. Woman are the poor among the poor.
উত্তরঃ A
 
35. Students fight for justice and democracy------ এর সঠিক অনুবাদ হচ্ছে
A. তার স্তম্ভ সমান ব্যর্থতা আজও তার চার পাশে ঘুরে বেড়ায়।
B. তা স্তম্ভ সমান ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
C. তার বিপুল ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
D. তার স্মৃতিস্তম্ভ ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
উত্তরঃ D
 

36. ‘Students are filled with ideal’ এর সঠিক অর্থ:
A. ছাত্ররা উচ্চ আদর্শে পুষ্ঠ।
B. ছাত্ররা উচ্চতম আদর্শে পরিপূর্ণ।
C. ছাত্ররা ব্যাপক আদর্শবান।
D. ছাত্ররা আর্দশের সঙ্গে পরিপূর্ণ।
উত্তরঃ A
 
37. ‘His monumental failure hunts him even today’ এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
A. তার স্তম্ভ সমান ব্যর্থতা আজও তার চার পাশে ঘুরে বেড়ায়।
B. তার স্তম্ভ সমান ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
C. তার বিপুল ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
D. তার স্মৃতিস্তম্ভ ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
উত্তরঃ B
 
38. Translate---- সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে-
A. It is raining from morning.
B. It has been raining from morning.
C. It is drizzling since morning.
D. It has been drizzling since morning.
উত্তরঃ D
 
39. Do you cry down your enemy- এর সঠিক অনুবাদ
A. শক্রর মায়াকান্নায় ভুলে যেও না।
B. শক্রকে খাটো করে দেখো না।
C. শক্রর সাথে মেলামেশা কর না।
D. শক্রকে ভয় পেও না।
উত্তরঃ B
 
40. The best translation of সময়ের সদ্ব্যবহার করা উচিত is
A. Time should be used best
B. Time should be spent well
C. One should kill one’s time well
D. One should make the best of one’s time
উত্তরঃ B
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter