Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা


মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
 
11. ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক কে?
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. বেগম সুফিয়া কামাল
গ. বেগম জোবেদা খানম
ঘ. পান্না কায়সার
উত্তরঃ
 
12. কোনটি সঠিক?
ক. একাত্তরের ঢাকা- রাবেয়া খাতুন
খ. একাত্তরের ডায়েরি- সেলিনা হোসেন
গ. একাত্তরের নিশান- সুফিয়া কামাল
ঘ. একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
উত্তরঃ
 
13. ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. বদরুদ্দীন ওমর
খ. মাসুদা ভাট্টি
গ. এম. আর আখতার মুকুল
ঘ. মেজর রফিকুল ইসলাম
উত্তরঃ
 
14. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?
ক. একাত্তরের দিনগুলি
খ. এইসব দিনরাত্রি
গ. নুরুলদীনের সারা জীবন
ঘ. সৎ মানুষের খোঁজে
উত্তরঃ
 
15. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা?
ক. চিলেকোঠার সেপাই
খ. একাত্তরের দিনগুলি
গ. আগুনের পরশমণি
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ
 

16. ‘একাত্তরের দিনগুলি’ কী জাতীয় রচনা?
ক. স্মৃতিকথা
খ. দিনলিপি
গ. প্রবন্ধ
ঘ. উপন্যাস
উত্তরঃ
 
17. ‘একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?
ক. আলী ইমাম
খ. হাসান ইমাম
গ. জাহানারা ইমাম
ঘ. আখতার ইমাম
উত্তরঃ
 
18. ‘একাত্তরের ডায়েরি’ কার রচনা?
ক. সেলিনা হোসেন
খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম
ঘ. আয়েশা ফয়েজ
উত্তরঃ
 
19. ‘একাত্তরের চিঠি’ কোন ধরনের রচনা?
ক. মুক্তিযুদ্ধের বিবরণ
খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
গ. মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
ঘ. ভিন্নধর্মী ডায়েরি
উত্তরঃ
 
20. ‘একাত্তরের চিঠি’ গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
ক. প্রথমা প্রকাশন
খ. পরশী প্রকাশনী
গ. ইউপিএল
ঘ. প্রগতি প্রকাশনী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter