Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা


ভাষা আন্দোলনভিত্তিক রচনা
 
1. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
ক. হাসান আজিজুল হক
খ. আহসান হাবীব
গ. আবুল হোসেন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
2. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
ক. অগ্নিসাক্ষী
খ. চিলেকোঠর সেপাই
গ. আরেক ফাল্গুুন
ঘ. অনেক সূর্যের আশা
উত্তরঃ
 
3. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক. কবর
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. জন্ডিস ও বিবিধ বেলুন
ঘ. ওরা কদম আলী
উত্তরঃ
 
4. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- গানটির রচয়িতা কে?
ক. আবদুল লতিফ
খ. নজরুল ইসলাম বাবু
গ. আলতাফ মাহমুদ
ঘ. গোবিন্দ হালদার
উত্তরঃ
 
5. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানের গীতিকার কে?
ক. আবদুল লতিফ
খ. গোবিন্দ হালদার
গ. গাফফার চৌধুরী
ঘ. গৌরী প্রসন্ন মজুমদার
উত্তরঃ
 

6. একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. মাহবুব উল আলম চৌধুরী
গ. আল মাহমুদ
ঘ. মহাদেব সাহা
উত্তরঃ
 
7. একুশের কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এর রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. মাহবুব উল আলম চৌধুরী
গ. শামসুর রাহমান
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ
 
8. কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক. একুশে ফেব্রুয়ারি
খ. পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
গ. একুশে ফেব্রুয়ারি আন্দোলন
ঘ. রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter