Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা


বাংলা নাটক
 
11. নাটক কি?
ক. দৃশ্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. গীতিনাট্য
ঘ. নৃত্যনাট্য
উত্তরঃ
 
12. প্রহসন বলতে কি বোঝায়?
ক. কমেডি নাটক
খ. হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
গ. অস্বাভাবিক নাটক
ঘ. সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক
উত্তরঃ
 
13. নাটক ও প্রহসনে পার্থক্য-
ক. ব্যঙ্গ বিদ্রূপ
খ. উপাখ্যান
গ. সংলাপ
ঘ. চরিত্র
উত্তরঃ
 
14. ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-
ক. জীবানুভূতির গভীরতায়
খ. কাহিনীর সরলতা ও জটিলতা
গ. দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
ঘ. ভাষার প্রকারভেদে
উত্তরঃ
 
15. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
ক. ১৮১৭ সালে
খ. ১৮৩২ সালে
গ. ১৮৫২ সালে
ঘ. ১৭৫৩ সালে
উত্তরঃ
 

16. বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে?
ক. হেরাসিম লেবেডফ
খ. ডি রোজারিও
গ. উইলিয়াম কেরী
ঘ. স্যার মেকলে
উত্তরঃ
 
17. 'দি ডিসগাইজ' নাটকের বাংলা অনুবাদক কে?
ক. উইলিয়াম কেরী
খ. হেরাসিম লেবেডফ
গ. মার্শম্যান
ঘ. জেমস লঙ
উত্তরঃ
 
18. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. নীলদর্পণ
গ. শর্মিষ্ঠা
ঘ. কবর
উত্তরঃ
 
19. প্রথম বিয়োগান্তক নাটক-
ক. ভদ্রার্জুন
খ. কীর্তিবিলাস নাটক
গ. ছদ্মবেশ
ঘ. হরিশচন্দ্র
উত্তরঃ
 
20. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. বরীন্দ্রনাথ ঠাকুর
ঘ. গিরিশচন্দ্র ঘোষ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter