Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা


কারক ও বিভক্তি
 
31. ‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্মকারকে শূন্য
গ. করণ কারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ
 
32. ‘জিজ্ঞাসিবে জনে জনে’ বাক্যে জনে জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. করণে পঞ্চমী
ঘ. অপাদানে সপ্তমী
উত্তরঃ
 
33. ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে’ বাক্যে প্রিয়জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে প্রথমা
খ. কর্মে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. সম্প্রদানে সপ্তমী
উত্তরঃ
 
34. ছেলেরা ক্রিকেট খেলে- বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ
 
35. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্মকারকে শূন্য
খ. সম্প্রদানে সপ্তমী
গ. অধিকরণে শূন্য
ঘ. কর্তৃকারকে শূন্য
উত্তরঃ
 

36. “কারক পড়ায় তারক ঠাকুর”- কারক শব্দটি কোন কারক?
ক. কর্ম
খ. সম্প্রদান
গ. কর্তা
ঘ. করণ
উত্তরঃ
 
37. ‘করিমকে রহিম গতকাল মেরেছে’ বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি?
ক. রহিম
খ. করিমকে
গ. গতকাল
ঘ. মেরেছে
উত্তরঃ
 
38. “ঘোড়া গাড়ি টানে।” এখানে ‘গাড়ি’-
ক. কর্মকারক
খ. কর্তৃকারক
গ. করণ কারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ
 
39. “রহিম ধোপাকে কাপড় ধুতে দিল”- ধোপাকে ইহা কোন কারক?
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. সম্প্রদান কারক
ঘ. অপাদান কারক
উত্তরঃ
 
40. “শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই”- এখানে 'ভুঁই’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. করণে শূন্য
গ. কর্মে শূন্য
ঘ. অধিকারণে শূন্য
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter