Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা


বাংলা ভাষা
 
41. কাহ্নপা রচিত পদের সংখ্যা কত?
ক. ২টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ১৩টি
উত্তরঃ
 
42. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন?
ক. ভুতান,সিকিম
খ. তিব্বত,নেপাল
গ. কাশী, বেনারস
ঘ. বোম্বে, জয়পুর
উত্তরঃ
 
43. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
ক. ভুসুকুপা
খ. কায়কোবাদ
গ. গোবিন্দদাস
ঘ. কাহুপা
উত্তরঃ
 
44. 'কদম মধু পিবিবি ধোকইন ভোমরা' কোন ভাষার নিদর্শন?
ক. সান্ধ্য
খ. মৈথিলি
গ. ভোজপুরী
ঘ. পালি
উত্তরঃ
 
45. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ
 

46. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ
 
47. কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
ক. কাহ্ন পা
খ. লুই পা
গ. ডাকার্ণব
ঘ. মুনিদত্ত
উত্তরঃ
 
48. বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ
 
49. ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
ক. চর্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোঁহাকোষ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ
 
50. চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
ক. অসমীয়া
খ. উড়িয়া
গ. মৈথিলী
ঘ. কোল ভাষা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter