Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
সাধারন জ্ঞান


রাষ্ট্র ও কূটনীতি
 
1. গণতন্ত্রের প্রাণ হলো-
ক. সরকার
খ. রাষ্ট্র
গ. সংবিধান
ঘ. জনগণ
উত্তরঃ
 
2. রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
ক. প্লেটো
খ. বার্জেস
গ. এরিস্টটল
ঘ. গেটে
উত্তরঃ
 
3. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
ক. এফ. এম. মার্কস
খ. ম্যাক্স ওয়েবার
গ. রবার্ট প্রেসথাস
ঘ. কাল মার্কস
উত্তরঃ
 
4. গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. নির্বাচন
খ. আইনের শাসন
গ. বহুদলীয় ব্যবস্থা
ঘ. সরকারের জবাদিহিতা
উত্তরঃ
 
5. Which nation gave women the right to vote first? Or কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. New Zealand
খ. USA
গ. India
ঘ. China
উত্তরঃ
 

6. নারীদের ভোটাধিকার প্রয়োগে অগ্রবর্তী দেশ কোনটি? অথবা কোন দেশ সর্বপ্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. নিউজিল্যান্ড
গ. যুক্তরাজ্য
ঘ. নরওয়ে
উত্তরঃ
 
7. মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কোন সালে ভোটাধিকার পান?
ক. ১৯২০
খ. ১৯২১
গ. ১৯২২
ঘ. ১৯২৩
উত্তরঃ
 
8. Which is the first ever country to use E-voting in their election?/সর্বপ্রথম কোন দেশ নির্বাচনে ই-ভোটিং ব্যবহার করে?
ক. America
খ. Bangladesh
গ. Iran
ঘ. Estonia
উত্তরঃ
 
9. EVM বোষায়-
ক. ইলেকট্রিক ভোটিং মেশিন
খ. ইলেকট্রনিক ভোটিং মেশিন
গ. ইলাস্টিক ভোটিং মেশিন
ঘ. এফিসিয়েন্ট ভোটিং মেশিন
উত্তরঃ
 
10. ‘Straw vote’ means-/স্ট্র-ভোট কি?
ক. Unofficial Poll of public opinion
খ. Poll based on random representation
গ. Yes-No Vote
ঘ. Manipulated election
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter