Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
সাধারন জ্ঞান


খেলাধুলা
 
11. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১,০০০ রান সংগ্রহকারী দ্বিতীয় ব্যক্তি?
ক. ইনজামামুল হক
খ. শচীন টেন্ডুলকার
গ. ব্রায়ান লারা
ঘ. এ্যালান বোর্ডের
উত্তরঃ
 
12. বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রথম কোন দেশে অনুষ্ঠিত হয়?
ক. ইংল্যান্ড
খ. অস্ট্রেলিয়ায়
গ. ভারতে
ঘ. ওয়েস্ট ইন্ডিজে
উত্তরঃ
 
13. প্রখম বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলার দুটি প্রতিদ্বন্দী দল-
ক. অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ
খ. ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ
গ. পাকিস্তান ও অস্টেলিয়া
ঘ. ওয়েস্ট ইন্ডিজ ও ভারত
উত্তরঃ
 
14. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ‘ম্যাম অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন কে?
ক. ক্লাইভ লয়েড
খ. ভিভ রিচার্ড
গ. অমর নাথ
ঘ. ডেভিড বুন
উত্তরঃ
 
15. অস্ট্রেলীয় ক্রিকেট দল কতবার চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে?
ক. একবার
খ. দুইবার
গ. তিনবার
ঘ. পাঁচবার
উত্তরঃ
 

16. কোন দেশ তিনবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে গিয়েও একবারও জয়লাভ করেনি?
ক. দক্ষিণ কোরিয়া - জাপান
খ. ইংল্যান্ড
গ. জার্মানি
ঘ. ব্রাজিল
উত্তরঃ
 
17. বার্মি আর্মি-
ক. বার্মার জঙ্গী বাহিনী
খ. ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক গোষ্ঠী
গ. বার্মার ফুটবল দল
ঘ. বার্মার সশস্ত্র বাহিনী
উত্তরঃ
 
18. কোন ক্রিকেটার ‘অক্সফোর্ড ব্লু’ ছিলেন?
ক. কপিল দেব
খ. জহির আব্বাস
গ. স্টিভ ওয়াহ
ঘ. ইমরান খান
উত্তরঃ
 
19. Duckworth Lewis Method কি?
ক. পদার্থ বিজ্ঞানের একটি
খ. রসায়ন বিজ্ঞানের একটি সূত্র
গ. ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি নিয়ম
ঘ. আবহাওয়া সংক্রান্ত একটি নিয়ম
উত্তরঃ
 
20. কোন দেশের ক্রিকেটাররা কিউই নামে পরিচিত?
ক. জিম্বাবুয়ে
খ. কেনিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter