Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
সাধারন জ্ঞান


ভৌগোলিক অবস্থান এবং সীমানা
 
1. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক. ২৫০ নটিক্যাল মাইল
খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২২৫ নটিক্যাল মাইল
ঘ. ২১২ নটিক্যাল মাইল
উত্তরঃ
 
2. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ
 
3. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ক. ভারত ও ভুটান
খ. ভারত ও মালদ্বীপ
গ. ভারত ও নেপাল
ঘ. ভারত ও মায়ানমার
উত্তরঃ
 
4. কোন দেশটি বাংলাদেশের পাশ্ববর্তী দেশ?
ক. ভারত
খ. কাতার
গ. সিঙ্গাপুর
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ
 
5. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
ক. ৩৩০০ কিলোমিটার
খ. ৩৫৩৭ কিলোমিটার
গ. ৩৭১৫ কিলোমিটার
ঘ. ৩৯৩৫ কিলোমিটার
উত্তরঃ
 

6. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
ক. ৫১৩৮ কি.মি
খ. ৪৩৭১ কি.মি.
গ. ৪১৫৬ কি.মি.
ঘ. ৩৯৭৮ কি.মি.
উত্তরঃ
 
7. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য-
ক. ১৮০ কি.মি.
খ. ২৮৩ কি.মি.
গ. ২০০ কি.মি.
ঘ. ২৫০ কি.মি.
উত্তরঃ
 
8. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ
 
9. নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?
ক. পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য
খ. ত্রিপুরা, মিজোরাম, বার্মা ও আসাম
গ. সিলেট, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়
ঘ. মেগালয়, বেনাপোল, আসাম ও ত্রিপুরা
উত্তরঃ
 
10. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয়?
ক. আসাম
খ. মেঘালয়
গ. মিজোরাম
ঘ. মণিপুর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter