Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
সাধারন জ্ঞান


পাকিস্তান আমল
 
41. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপয হলো-
ক. বাঙ্গালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
খ. অর্থনৈতিক মুক্তি আন্দোলন
গ. ভাষার আন্দোলনের সফল বাস্তবায়ন
ঘ. শিক্ষা সংস্কার
উত্তরঃ
 
42. আওয়ামী লীগের ঐতিহাসিক ‘ছয় দফা’-র প্রথম দফা-
ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
খ. ধর্মনিরপেক্ষতা
গ. স্বতন্ত্র মুদ্রা
ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তরঃ
 
43. ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন-
ক. মাওলানা ভাসানী
খ. কমরেড মুজফফর আহমদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ
 
44. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক. বিল অব রাইটস
খ. ম্যাগনাকার্টা
গ. পিটিশন অব রাইটস
ঘ. মুখ্য আইন
উত্তরঃ
 
45. নিচের কোন কর্মসূচিকে ‘ম্যাগনাকার্টা’ হিসেবে গণ্য করা হয়?
ক. ১১ দফা
খ. ২১ দফা
গ. ৬ দফা
ঘ. ৪ দফা
উত্তরঃ
 

46. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয়-
ক. আগরতলা
খ. ঢাকা
গ. লাহোর
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
47. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
ক. জানুয়ারি, ১৯৬৮
খ. মার্চ, ১৯৬৮
গ. এপ্রিল, ১৯৬৮
ঘ. মে, ১৯৬৮
উত্তরঃ
 
48. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিলেন?
ক. ১৯ জন
খ. ৩৫ জন
গ. ৩৯ জন
ঘ. ৫১ জন
উত্তরঃ
 
49. আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়?
ক. ৩৫ জন
খ. ৪৪ জন
গ. ৫৪ জন
ঘ. ২৪ জন
উত্তরঃ
 
50. ‘আগরতলা ষড়যন্ত্র মামলার’ আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
ক. আমজাদ খাঁ
খ. সার্জেন্ট জহুরুল হক
গ. মকবুল ভুঁইয়া
ঘ. কৃষ্ণ দুগার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter