Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত


অনুপাত-সমানুপাত
 
21. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে?
ক. ৪০
খ. ৫০
গ. ৬০
ঘ. ৭০
উত্তরঃ
 
22. ৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
ক. ২০ মি.
খ. ১৪ মি.
গ. ৩০ মি.
ঘ. ১৬ মি.
উত্তরঃ
 
23. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?
ক. ৯:২
খ. ৪৫:১
গ. ৪৫০:১
ঘ. ৯:১
উত্তরঃ
 
24. রহিম ও করিমের বয়সের অনুপাত ৩:৫। তাদের বয়সের সমষ্টি ৪০ হলে নিম্নের কোন উত্তরটি সঠিক?
ক. রহিম ১৫
খ. করিম ১৫
গ. রহিম ১০
ঘ. করিম ৫
উত্তরঃ
 
25. ২১,০০০ টাকা তিন জন বিনিয়োগকারীর মধ্যে ১:২:৪ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
ক. ৭,৫০০ টাকা
খ. ৬,০০০ টাকা
গ. ৩,০০০ টাকা
ঘ. ৯,০০০ টাকা
উত্তরঃ
 

26. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক. ৪:৯
খ. ২:৩
গ. ৪:৫
ঘ. ৫:৬
উত্তরঃ
 
27. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
ক. ৭০ লিটার
খ. ৬০ লিটার
গ. ৮০ লিটার
ঘ. ৫০ লিটার
উত্তরঃ
 
28. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
ক. ২৫ লিটার
খ. ৩০ লিটার
গ. ৩৫ লিটার
ঘ. ৪০ লিটার
উত্তরঃ
 
29. দুইটি সংখ্যার যোগফল ৫৬। যদি সংখ্যা দুইটির অনুপাত ৩:১ হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে?
ক. ১৪
খ. ৪২
গ. ১৬৮
ঘ. ৫৮৮
উত্তরঃ
 
30. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫:৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
ক. ২০,০০০
খ. ২২,৫০০
গ. ২৫,০০০
ঘ. ৩০,০০০
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter