Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত


ঐকিক নিয়ম
 
31. তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিনগুণ কাজ করতে কত দিন লাগবে?
ক. ২৯ দিন
খ. ৮৭ দিন
গ. ৩০০ দিন
ঘ. ২৬১ দিন
উত্তরঃ
 
32. ৮ জন লোক একটি কাজ ১৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
ক. ২৪ জন
খ. ১৬ জন
গ. ১২ জন
ঘ. ৮ জন
উত্তরঃ
 
33. ১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে ১৪ জন লাগল। ২১ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
ক. ৫ দিন
খ. ৬ দিন
গ. ৭ দিন
ঘ. ৮ দিন
উত্তরঃ
 
34. ৬টি গরুর দাম ১৫টি ছাগলের দামের সমান হলে, ১০টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?
ক. ২০টি
খ. ২৫টি
গ. ৩০টি
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
35. ৫ টন খাবারে ১২০টি হাতির ৫৫ দিন চলে। ১৫০টি হাতির ঐ খাবারে কত দিন চলবে?
ক. ২৫ দিন
খ. ৩৫ দিন
গ. ৪৪ দিন
ঘ. ৫৪ দিন
উত্তরঃ
 

36. ১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?
ক. ২,২০০ টাকা
খ. ২,১৫০ টাকা
গ. ২,১০০ টাকা
ঘ. ২,০৫০ টাকা
উত্তরঃ
 
37. ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?
ক. ২৪
খ. ২৬
গ. ২৮
ঘ. ৩০
উত্তরঃ
 
38. একটি শিবিরে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল?
ক. ১৭৫
খ. ১৯০
গ. ১৭০
ঘ. ১৮০
উত্তরঃ
 
39. একটি বালতির ভেতরের আয়তন ১.৫ লিটার হলে ৪৫০ লিটারে কত বালতি পানি হবে?
ক. ৩০০ বালতি
খ. ৪৫০ বালতি
গ. ৫০০ বালতি
ঘ. ৬৭৫ বালতি
উত্তরঃ
 
40. যদি ১৫টি কলমের দাম ৪৬.৫ টাকা হয় তাহলে ২টি কলমের দাম কত?
ক. ১০ টাকা
খ. ৪.৫ টাকা
গ. ৬.২ টাকা
ঘ. ১২ টাকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter