Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা


বাংলা নাটক
 
1. প্রথম সার্থক বাংলা নাটক-
ক. শর্মিষ্ঠা
খ. কৃষ্ণকুমারী
গ. শাজাহান
ঘ. বসন্ত
উত্তরঃ
 
2. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক-
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ
 
3. বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
ক. অশোক
খ. সাজাহান
গ. সরোজিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ
 
4. ঐতিহাসিক নাটক কোনটি?
ক. নূরজাহান
খ. রাবণবধ
গ. সধবার একাদশী
ঘ. ডাকঘর
উত্তরঃ
 
5. 'সুবচন নির্বাসনে' নাটকটি কে লিখেছেন?
ক. কল্যাণ মিত্র
খ. আবদুল্লাহ আল মামুন
গ. সৈয়দ শামসুল হক
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তরঃ
 

6. 'মানচিত্র' নাটক কে রচনা করেন?
ক. তুলসী লাহিড়ী
খ. আনিস চৌধুরী
গ. মামুনুর রশীদ
ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ
 
7. 'মহাকবি আলাওল' নাটিকটির রচয়িতা কে?
ক. সিকান্‌দার আবু জাফর
খ. আনিস চৌধুরী
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ
 
8. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-
ক. মমতাজ উদ্দীন আহমেদ
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. সরদার জয়েনউদ্দীন
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ
 
9. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-
ক. মামুনুর রশীদ
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. শহীদুল্লা কায়সার
ঘ. আবুল হোসেন
উত্তরঃ
 
10. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
ক. মমতাজ উদ্দীন আহমেদ
খ. মামুনুর রশীদ
গ. ইব্রাহীম খলিল
ঘ. ওবায়েদ-উল হক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter