Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা


ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?
ক. √খা
খ. √আ
গ. √কর
ঘ. √দেখ
উত্তরঃ
 
2. প্রকৃতি বলতে কি বোঝায়?
ক. দাতুর মূল
খ. শব্দের মূল
গ. প্রত্যয়যুক্ত শব্দ
ঘ. শব্দ ও ধাতুর মূল
উত্তরঃ
 
3. শব্দ ও ধাতুর মূলকে বলে-
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রকৃতি
ঘ. কারক
উত্তরঃ
 
4. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
ক. কারক
খ. বিভক্তি
গ. যতি
ঘ. প্রকৃতি
উত্তরঃ
 
5. ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়-
ক. প্রকৃতি
খ. প্রত্যয়
গ. ক্রিয়া
ঘ. সর্বনাম
উত্তরঃ
 

6. বিভক্তিহীন নাম শব্দকে বলে-
ক. প্রাতিপদিক
খ. সাধিত পদ
গ. নামপদ
ঘ. ক্রিয়াপদ
উত্তরঃ
 
7. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-
ক. ক্রিয়া
খ. উপসর্গ
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তরঃ
 
8. শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির েএবং ক্রিয়াপ্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে কি বলে?
ক. প্রত্যয়
খ. প্রকৃতি
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
উত্তরঃ
 
9. ধাতু বা শব্দে র শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ক. নতুন শব্দ গঠন
খ. বাক্যে অলঙ্কার
গ. শব্দের মিলন
ঘ. ভাষা সংক্ষেপণ
উত্তরঃ
 
10. শব্দের কোথায় প্রত্যয় বসে?
ক. পূর্বে
খ. মাঝে
গ. পরে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter