Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা


বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
41. উঁদুর কপালে-এর বিপরীত বাগধারা কোনটি?
ক. অদৃষ্টের পরিহাস
খ. একাদশে বৃহস্পতি
গ. অন্ধকার দেখা
ঘ. কেউকেটা
উত্তরঃ
 
42. ‘ইতর’ শব্দ কোনটি?
ক. বদমেজাজী
খ. হতচ্ছাড়া
গ. গেঁজানো
ঘ. মড়াদাহ
উত্তরঃ
 
43. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-
ক. অভদ্র
খ. ভেদাভেদ
গ. ঝগড়াটে
ঘ. অপছন্দনীয়
উত্তরঃ
 
44. ‘উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
গ. চাড়ে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ. অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
উত্তরঃ
 
45. ‘উড়ে এসে জুড়ে বসা’ এর অর্থ কি?
ক. হঠাৎ আবির্ভাব
খ. দূর থেকে আসা
গ. অনধিকার চর্চা
ঘ. অধিকার প্রতিষ্ঠা করা
উত্তরঃ
 

46. ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
ক. সম্মান
খ. মাঝামাঝি
গ. প্রহার
ঘ. ওপর-নিচে
উত্তরঃ
 
47. কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. অহি-নকুল
খ. উত্তম-মধ্যম
গ. সাপে-নেউলে
ঘ. আদায়-কাঁচকলায়
উত্তরঃ
 
48. ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ নির্ণয় কর।
ক. অমিতব্যয়ী
খ. উচ্ছৃঙল
গ. অবাধ্য
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
49. ‘উলুবনে মুক্তা ছাড়ানো’- এর সঠিক অর্থ-
ক. অজায়গায় গমন করা
খ. অপাত্রে সম্প্রদান করা
গ. অস্থানে যোগাযোগ করা
ঘ. অপাত্রে অনুসন্ধান করা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter