Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা


বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
11. বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের-
ক. আভিধানিক অর্থ প্রকাশ করে
খ. বিশেষ অর্থ প্রকাশ করে
গ. আক্ষরিক অর্থ প্রকাশ করে
ঘ. অতিরিক্ত অর্থ প্রকাশ করে
উত্তরঃ
 
12. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
ক. বাগ্বিধি
খ. সমার্থক শব্দ
গ. ভিন্নার্থক শব্দ
ঘ. বিপরীতার্থক শব্দ
উত্তরঃ
 
13. ‘অকাল কুস্মাণ্ড’ বাগধারাটির অর্থ কোনটি?
ক. অকর্মা
খ. কর্মবিমুখ
গ. বোকা
ঘ. মূর্খ
উত্তরঃ
 
14. বাগধারার অর্থ নির্ণেয় করুন: ‘অক্কা পাওয়া’
ক. দুর্লভ বস্তু
খ. স্বার্থপর
গ. বেহায়া
ঘ. মরা
উত্তরঃ
 
15. ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ কি?
ক. সহজলভ্য
খ. দুর্লভ বস্তু
গ. লুকিয়ে থাকা
ঘ. অমাবস্যার রাতে চাঁদ
উত্তরঃ
 

16. ‘দুর্লভ বস্তু’ বাগধারাটির অর্থ কি?
ক. আকাশ
খ. অমাবস্যার চাঁদ
গ. একাদশে বৃহস্পতি
ঘ. অরণ্যে রোদন
উত্তরঃ
 
17. ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?
ক. শুরু করা
খ. বিশ্রাম করা
গ. তাড়াতাড়ি শেষ করা
ঘ. শেষ বিদায়
উত্তরঃ
 
18. ‘অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কি?
ক. লোভী
খ. আলসেমি
গ. অপদার্থ
ঘ. প্রচণ্ড গরম
উত্তরঃ
 
19. ‘অকালে বাদলা’ বাগধারার অর্থ কি?
ক. অপ্রত্যাশিত বাধা
খ. যা সচরাচর ঘটে না
গ. পৌষ-মাস মাসের বৃষ্টি
ঘ. নিত্যনৈমিত্তিক বিষয়
উত্তরঃ
 
20. ‘অনুরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
গ. চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ. অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter