Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা


বাংলা ভাষা
 
61. বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ
 
62. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
ক. আমি তার সাথে দেখা করলাম
খ. সে গতকাল ঢাকা গিয়েছিল
গ. মিনা তাহাকে দেখিয়াছে
ঘ. সেদিন তারা গেল
উত্তরঃ
 
63. চর্যাপদের রচনার উদ্দেশ্য--
ক. সাহিত্য চর্চা
খ. ধর্মচর্চা
গ. সঙ্গীত চর্চা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
64. বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?
ক. আঞ্চলিক ভাষা
খ. উর্দু ভাষা
গ. সংস্কৃত ভাষা
ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ
 
65. ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের রচনাকাল--
ক. ৬০০ - ৮০০ খ্রিস্টাব্দ
খ. ৬০০ - ১০০০ খ্রিস্টাব্দ
গ. ৮০০ - ১২০০ খ্রিস্টাব্দ
ঘ. ৬০০ - ১২০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ
 

66. চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
ক. আট
খ. চৌদ্দ
গ. বারো
ঘ. দশ
উত্তরঃ
 
67. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা
খ. শুকনো
গ. পড়িল
ঘ. সহিত
উত্তরঃ
 
68. 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?
ক. সংখ্যাজনিত
খ. ব্যাখ্যাজনিত
গ. বচনজনিত
ঘ. সংগাজনিত
উত্তরঃ
 
69. বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
ক. মহাযানী
খ. সহজযানী
গ. হীন যানী
ঘ. বজ্রযানী
উত্তরঃ
 
70. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
ক. কথ্য ভাষায়
খ. সাধু ভাষায়
গ. আঞ্চলিক ভাষায়
ঘ. চলিত ভাষায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter