Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা


বাংলা ভাষা
 
11. কোনটি সাধুরীতির শব্দ?
ক. আজ
খ. মিনতি
গ. জল
ঘ. জোসনা
উত্তরঃ
 
12. কোনটি চলিত রূপ?
ক. তুলা
খ. তুলি
গ. তুলো
ঘ. তুলী
উত্তরঃ
 
13. নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত?
ক. আরবি
খ. ফারসি
গ. হিব্রু
ঘ. মংখেময়
উত্তরঃ
 
14. ভাষাকে সঠিক ভাবে রূপান্তর করতে কোনটির বা কোনগুলর সাহায্য নিতে হয়--
ক. বাগধারা
খ. অঙ্গপ্যত্তং
গ. বাগযন্ত্রের
ঘ. চক্ষুর
উত্তরঃ
 
15. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ
 

16. প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ
 
17. বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ
 
18. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ
 
19. প্রাচীন ভারতীয় আর্য ভাষার চিহ্নিত করুন --
ক. পলি
খ. প্রাকৃত
গ. বৈদিক
ঘ. ভোজপুরি
উত্তরঃ
 
20. বেদের ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
ক. দেশি ভাষা
খ. বৈদিক ভাষা
গ. বেদী ভাষা
ঘ. ইংরেজি ভাষা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter