Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


খাদ্য ও পুষ্টি
 
31. সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য?
ক. চিনি
খ. আলু
গ. দুধ
ঘ. ভাত
উত্তরঃ
 
32. কোলেস্টেরল কি?
ক. এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল
খ. এক ধরনের জৈব এসিড
গ. স্বাদ বর্ণহীণ অ্যামোইনো এসিড
ঘ. এক ধরনের পলিমার
উত্তরঃ
 
33. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিৎ নয়?
ক. বেলে মাছ
খ. পালং শাক
গ. খাসির মাংস
ঘ. মুরগীর মাংস
উত্তরঃ
 
34. শরীরে শক্তি জোগাতে দরকার-
ক. ভিটামিন
খ. সঠিক ওষুধ
গ. খাদ্য
ঘ. পানি
উত্তরঃ
 
35. আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন কত?
ক. ১৬০০ ক্যালরি
খ. ২০০০ ক্যালরি
গ. ২৫০০ ক্যালরি
ঘ. ২৮০০ ক্যালরি
উত্তরঃ
 

36. কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীবশক্তি পায়?
ক. আমিষ
খ. শর্করা
গ. লবণ
ঘ. ভিটামিন
উত্তরঃ
 
37. The body obtains its energy from consumption of:
ক. Proteins
খ. Carbohydrates
গ. Vitamins
ঘ. Minerals
উত্তরঃ
 
38. দেহে আমিষের কাজ কি?
ক. এন্ডিবডি উৎপাদন হ্রাস করা
খ. দেহে কোষগুলো কার্যক্ষমতা হ্রাস করা
গ. দেহে কোষগুলোর বিপকক্রিয়া বৃদ্ধি করা
ঘ. দেহে কোষ গঠনে সহায়তা করা
উত্তরঃ
 
39. দেহ গঠনে কোন্ ‍উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি?
ক. আমিষ
খ. শ্বেতসার
গ. পানি
ঘ. ভিটামিন
উত্তরঃ
 
40. দেহকোষের পনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন-
ক. কার্বোহাইড্রেট
খ. প্রোটিন
গ. স্নেহদ্রব্য
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter