Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


মানবদেহ
 
61. এক রক্তদান শিবিরে আপনি যদি ২৫০ মিলি. রক্ত দান করেন তাহলে আপনার শরীরে মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেওয়া হবে?
ক. ৫%
খ. ৮%
গ. ৭%
ঘ. ৪%
উত্তরঃ
 
62. শীতল রক্তিবিশিষ্ট শীতনিদ্রা যাপন করে?
ক. হাঙ্গর
খ. পেঙ্গুইন
গ. কবুতর
ঘ. ব্যাঙ
উত্তরঃ
 
63. কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?
ক. সাপ
খ. কেঁচো
গ. ব্যাঙ
ঘ. আরশোলা
উত্তরঃ
 
64. কোনটি রক্তের কাজ নয়?
ক. হরমোন বিতরণ করা
খ. ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ. জারক রস বিতরণ করা
ঘ. কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
উত্তরঃ
 
65. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে-
ক. অক্সিজেন ও গ্লুকোজ
খ. অক্সিজেন ও রক্তের আমিষ
গ. ইউরিয়া ও গ্লুকোজ
ঘ. অ্যামাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ
 

66. মানুষের মৃত্যু হয় যদি রক্ত কণিকা সঞ্চালন-
ক. ৩ মিনিট বন্ধ থাকে
খ. ৪ মিনিট বন্ধ থাকে
গ. ৫ মিনিট বন্ধ থাকে
ঘ. ৬ মিনিট বন্ধ থাকে
উত্তরঃ
 
67. মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ২ প্রকার
ঘ. ৩ প্রকার
উত্তরঃ
 
68. রক্তের লোহিত কণিকা তৈরি হয়-
ক. তরুনাস্থিতে
খ. হরিদ্রা অস্থিমজ্জায়
গ. লোহিত অস্থিজম্মায়
ঘ. যকৃতে
উত্তরঃ
 
69. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
ক. ৭ দিন
খ. ৩০ দিন
গ. ১৮০ দিন
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
70. রক্তের লোহিত কণিকার কাজ কি?
ক. অক্সিজেন বহন করা
খ. নাইট্রোজেন বহন করা
গ. কার্বন ডাই অক্সাইড বহন করা
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter