Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


মানবদেহ
 
31. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
ক. দুটি
খ. চারটি
গ. ছয়টি
ঘ. আটটি
উত্তরঃ
 
32. ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ
 
33. কোন বাক্যটি সঠিক?
ক. হৃদপিন্ডে অলিন্দের অবস্থান উপরে
খ. হৃৎপিন্ডে নিলয়েরর অবস্থান নিচে
গ. হৃৎপিন্ডে ২টি করে আলিন্দ ও নিলয় আছে
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ
 
34. পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিন্ডের ওজন কত?
ক. ১ কিলোগ্রাম
খ. ৫০০ গ্রাম
গ. ৩০০ গ্রাম
ঘ. ২০০ গ্রাম
উত্তরঃ
 
35. ডায়াস্টোল বলতে বুঝায়?
ক. হৃৎপিন্ডের প্রসারণ
খ. হৃৎপিন্ডের সংকোচন
গ. হৃপিন্ডের রক্ত প্রবেশ করা
ঘ. হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
উত্তরঃ
 

36. হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়-
ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ
 
37. হৃৎপিন্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়-
ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
38. হার্ট সাউন্ড কত ধরনের?
ক. এক ধরনের
খ. দুই ধরনের
গ. তিন ধরনের
ঘ. চার ধরনের
উত্তরঃ
 
39. কোনটি শিরার বৈশিষ্ট্য নয়?
ক. পালমোনারী শিরাতে কপাটিকা থাকে না
খ. দেহ থেকে হৃদপিন্ডের দিকে পরিবহন করে
গ. কম চাপে রক্ত পরিবহন করে
ঘ. পালমোনারী ধমনীতে কপাটিকা থাকে না
উত্তরঃ
 
40. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়
ক. ধমনির ভিতর দিয়ে
খ. শিরার ভিতর দিয়ে
গ. স্নায়ুর ভিতর দিয়ে
ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter