Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


মানবদেহ
 
21. রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন নেই?
ক. অনুচক্রিকা
খ. হরমোন
গ. ফিব্রিনোজোন
ঘ. প্রোথ্রোম্বিন
উত্তরঃ
 
22. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?
ক. হেপারিন
খ. হিস্টামিন
গ. হিমোগ্লোবিন
ঘ. লিস্কোসাইট
উত্তরঃ
 
23. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. দুটি
উত্তরঃ
 
24. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?/ Or A universal donar is a person having blood group of --
ক. গ্রুপ A
খ. গ্রুপ B
গ. গ্রুপ O
ঘ. গ্রুপ AB
উত্তরঃ
 
25. AB দ্বারা বুঝি-
ক. রক্তের গ্রুপ
খ. রক্তের উপাদান
গ. রক্তের কণিকা
ঘ. রক্তের রস
উত্তরঃ
 

26. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?Or Which blood group is the universal blood receiver in human body?
ক. A রক্ত গ্রুপকে
খ. B রক্ত গ্রুপকে
গ. AB রক্ত গ্রুপকে
ঘ. O রক্ত গ্রুপকে
উত্তরঃ
 
27. ব্লাড গ্রুপ আছে-
ক. মানুষ
খ. ইঁদুর
গ. বিড়াল
ঘ. সবগুলো
উত্তরঃ
 
28. যে প্রাণীর তিনটি হৃৎপিন্ড রয়েছে-
ক. হাঙ্গর
খ. কাটল ফিস
গ. কস্তরী মৃগ
ঘ. বানর
উত্তরঃ
 
29. হৃদপিন্ডের আবরণকারী পদার্থের নাম-
ক. পেরিটোনিয়াম
খ. পেরিকার্ডিয়াম
গ. প্লুরা
ঘ. যকৃত
উত্তরঃ
 
30. কোনটি হৃদপিন্ডের স্তর নয়?
ক. এন্ডোকার্ডিয়াম
খ. মায়োকার্ডিয়াম
গ. এপিকার্ডিয়াম
ঘ. পেরিকার্ডিয়াম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter