Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


মানবদেহ
 
1. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে-
ক. শ্বেতকণিকায়
খ. লোহিত কণিকায়
গ. রক্তরসে
ঘ. কোনোটাতেই না
উত্তরঃ
 
2. সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী?
ক. শ্বেত ভল্লুক
খ. মাছি
গ. আফ্রিকার কৃষ্ণকায় মৃগ
ঘ. তেলাপোকা
উত্তরঃ
 
3. তেলাপোকার রক্তের রঙ কি?
ক. লাল
খ. সাদা
গ. সবুজ
ঘ. বর্ণহীণ
উত্তরঃ
 
4. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
ক. আমিষ
খ. আয়োডিন
গ. স্নেহ
ঘ. লৌহ
উত্তরঃ
 
5. খাদ্যের কোন্ উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
ক. আমিষ
খ. শর্করা
গ. স্নেহ
ঘ. ভিটামিন
উত্তরঃ
 

6. রক্তে হিমোগ্লোবিন কাজ কি?
ক. অক্সিজেন পরিবহন করা
খ. রোগ প্রতিরোধ করা
গ. রক্ত জমাট বাঁধতে সাহায্যে করা
ঘ. উপরের উল্লিখিত সব কয়টিই
উত্তরঃ
 
7. হিমোগ্লোবিনের কাজ কি?
ক. খাদ্য পরিবহন করা
খ. খাদ্য সংশ্লেষণ করা
গ. হরমোন বহন করা
ঘ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
উত্তরঃ
 
8. মানবদেহে অক্সিজেন পরিবহন হয় কোন অঙ্গের মাধ্যমে?
ক. মস্তিষ্ক
খ. রক্ত
গ. হৃদপিন্ড
ঘ. ফুসফুস
উত্তরঃ
 
9. Which one of the following is the function of hemoglobin in human body?
ক. Transportation of exygen
খ. Destruction of bacteria
গ. Prevention of oxygen
ঘ. Protein synthesis
উত্তরঃ
 
10. Haemoglobin level at birth is around?
ক. 14 gm%
খ. 16 gm%
গ. 18 gm%
ঘ. 20 gm%
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter