Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


উদ্ভিদ বৈচিত্র্য
 
31. কোনটি একবর্ষী উদ্ভিদের উদাহরণ?
ক. ছোলা
খ. সরিষা
গ. ধান
ঘ. হলুদ
উত্তরঃ
 
32. Age of a tree can be determined by-/গাছের বয়স নির্ণয় করা যায়-
ক. Counting the number of rings in the stem
খ. Counting the number of leaves
গ. Counting the number of branches
ঘ. Measuring the size of the tree
উত্তরঃ
 
33. যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয়-
ক. অপুষ্পক উদ্ভিদ
খ. সপুষ্পক উদ্ভিদ
গ. মিথোজীবী উদ্ভিদ
ঘ. স্বভোজী উদ্ভিদ
উত্তরঃ
 
34. মহাকাশ গবেষণার খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসাবে ব্যবহৃত হয়
ক. ক্লোরোলা উদ্ভিদ
খ. ফাংগাস
গ. শৈবাল
ঘ. সবগুলোই
উত্তরঃ
 
35. কোন উদ্ভিদের মূল, কান্ড, পাতা, নেই কিন্তু ক্লোরোফিল আছে?
ক. ব্রায়োফাইটা
খ. টেরিডোফাইট
গ. শৈবাল
ঘ. ছত্রাক
উত্তরঃ
 

36. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. স্বভোজী
খ. পরভোজী
গ. পরাশ্রয়ী
ঘ. মৃতজীবী
উত্তরঃ
 
37. শৈবালে বৈশিষ্ট্য্ কি?
ক. এরা স্ব - ভোজী
খ. এদের দেহে ক্লোরোফিল থাকে না
গ. এরা এককোষী
ঘ. এরা পরজীবী
উত্তরঃ
 
38. ঈস্ট কি?
ক. একটি ভাইরস
খ. একটি ছত্রাক
গ. একটি ব্যাকটেরিয়া
ঘ. একটি প্রটোজোয়া
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter