Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


জীনতত্ত্ব
 
41. মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে, তাদের কি বলে?
ক. ক্রোমোনেমা
খ. অটোসোম
গ. সেক্স-ক্রোমোজোম
ঘ. স্যাটেলাইট
উত্তরঃ
 
42. মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-
ক. এক জোড়া
খ. দুই জোড়া
গ. ২২ জোড়া
ঘ. ২৩ জোড়া
উত্তরঃ
 
43. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত?
ক. ৪৬টি
খ. ৪৪টি
গ. ৪২টি
ঘ. ৪০টি
উত্তরঃ
 
44. সন্তান পুত্র বা কন্য হওয়ার জন্য দায়ী কে?
ক. বাবা
খ. মা
গ. বাবা-মা-উভয়ই
ঘ. কেউই নয়
উত্তরঃ
 
45. ধান গাছের ক্রোমোজোম সংখ্যা?
ক. ১২টি
খ. ১৬টি
গ. ২০টি
ঘ. ২৪টি
উত্তরঃ
 

46. মানবদেহে জীনের সংখ্যা কত?
ক. ৪৬
খ. ৪৬০
গ. ৪০০০০
ঘ. ৪০০০০০
উত্তরঃ
 
47. কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?
ক. ডি. এন. এ
খ. আর. এন. এ
গ. প্রোটিন
ঘ. লিপিড
উত্তরঃ
 
48. ডি এন এ এর পূর্ণাঙ্গ রূ কি?
ক. ডিঅক্সিরবোনিউক্লিয়াস এসিড
খ. ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
গ. ডিঅক্সিরাইবোনিউরো এনালাইসিস
ঘ. ডিঅক্সিরাইবোনিউরো এলাটমি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter