Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


জীনতত্ত্ব
 
11. জেনেটিক ইনফরমেশনের মূল একক কি?
ক. লুপ
খ. অনুলিপন
গ. ট্রিপলেট
ঘ. এ্যানিটকোডন
উত্তরঃ
 
12. ‘Mutation ‘ is a process-
ক. in which due to genetic changes new forms of structures are developed
খ. when a person is nuable to speak because of facial paralysis
গ. when people refuse to obey orders
ঘ. in which the body is damaged severely
উত্তরঃ
 
13. ‘জেনেটিক ম্যাপ’ কি কাজে ব্যবহৃত হতে পারে ?
ক. চিকিৎসাশাস্ত্রে
খ. উন্নতজাতের শষ্যবীজের উদ্ভাবনে
গ. মহাকাশ অভিযানে
ঘ. সমুদ্রযাত্রার জন্য
উত্তরঃ
 
14. Genetic Engineering হলো.........।।
ক. জীন প্রকৌশল
খ. পুর প্রকৌশল
গ. নগর প্রকৌশল
ঘ. তড়িৎ প্রকৌশল
উত্তরঃ
 
15. কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডি.এন.এ কে ছেদন করা হয়?
ক. Amylase enzyme
খ. Protease enzyme
গ. Restriction enzyme
ঘ. Cellulose enzyme
উত্তরঃ
 

16. The process of fragmentation of DNA in Genetic Engineering is know as-
ক. Electro-synthesis
খ. Electrophoresis
গ. Electro-analysis
ঘ. Electrolysis
উত্তরঃ
 
17. PCR এর পরিপূর্ণ অর্থ কি?
ক. পলিমার কার্বন রিঅ্যাকশন
খ. পলিমার কার্বহাইড্রেট রিঅ্যাকশন
গ. পলিমার ক্যাটালাইসিস রিঅ্যাকশন
ঘ. পলিমার চেইন রিঅ্যাকশন
উত্তরঃ
 
18. বায়োটেনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয়?
ক. থাইরক্সিন
খ. গ্লুকাগন
গ. গ্রোথ হরমোন
ঘ. প্যারাথাইরয়েড হরমোন
উত্তরঃ
 
19. কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে?
ক. অনুজীব
খ. জীন
গ. ক্লোন
ঘ. ভ্রণ
উত্তরঃ
 
20. ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে জন্ম দেন?
ক. ইঁদুর
খ. গরু
গ. ভেড়া
ঘ. মানুষ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter