Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


কোষ
 
21. কোষ আবিষ্কার করেন কে?
ক. রবার্ট হুক
খ. রবার্টা ব্রাউন
গ. রবার্ট চার্লস
ঘ. রবার্ট সেইডন
উত্তরঃ
 
22. আদিকোষ কোনটি?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. অ্যামিবা
ঘ. ভাইরাস ও অ্যামিবা
উত্তরঃ
 
23. পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি?
ক. অ্যামিবা
খ. তেলাপোকা
গ. বাদুর
ঘ. বানর
উত্তরঃ
 
24. কোনটি এককোষী প্রাণী?
ক. মাছ
খ. ম্যালেরিয়া
গ. অ্যামিবা
ঘ. মাছ
উত্তরঃ
 
25. বহুকোষী প্রাণী নয়?
ক. তেলাপোকা
খ. শামুক
গ. অ্যামিবা
ঘ. মাছ
উত্তরঃ
 

26. কোনটি দেহকোষ নয়?
ক. স্নায়ুকোষ
খ. লোহিত রক্তকণিকা
গ. ত্বককোষ
ঘ. শুক্রাণু
উত্তরঃ
 
27. প্রানীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. RBC
খ. নিউরন
গ. গবলেট
ঘ. WBC
উত্তরঃ
 
28. একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত?
ক. ১টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. বহুগুলো
উত্তরঃ
 
29. লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. সপুষ্পক উদ্ভিদ
উত্তরঃ
 
30. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি?
ক. গ্লাইকোজেন
খ. প্লাস্ডিড
গ. নিউক্লিয়াস
ঘ. কাইটিন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter