Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


তড়িৎ
 
11. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
ক. রূপা
খ. তামা
গ. সোনা
ঘ. কার্বন
উত্তরঃ
 
12. Which of the following is the best conductor of Electricity?
ক. Pond water
খ. Rain water
গ. River water
ঘ. Sea water
উত্তরঃ
 
13. বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
ক. শুষ্ক বায়ুর মধ্যে দিয়ে
খ. আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্যে দিয়ে
গ. ঠাণ্ডা বায়ুর মধ্যে দিয়ে
ঘ. লু হাওয়ার মধ্যে দিয়ে
উত্তরঃ
 
14. Which of the following is not a conductor of electricity?/নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না?
ক. Graphite
খ. Glass
গ. Wet Bamboo
ঘ. Platinum
উত্তরঃ
 
15. নিচের কোনটি সেমি কনডাক্ট্রর বা অর্ধপরিবাহী-
ক. রাবার
খ. জার্মেনিয়াম
গ. গন্ধক
ঘ. কাচ
উত্তরঃ
 

16. যে দুটি সেমিকনডাক্টর প্রায়ই ব্যবহৃত হয় তাদের নাম-
ক. কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
খ. জার্মেনিয়াম, সিলিকন
গ. গ্যালিয়াম, সালফাইড
ঘ. গ্যালিয়াম, আর্সেনাইড
উত্তরঃ
 
17. কোনটি অর্ধ-পরিবাহী (semi – conductor) নয়?
ক. লোহা
খ. সিলিকন
গ. জার্মেনিয়াম
ঘ. গ্যালিয়াম
উত্তরঃ
 
18. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
ক. বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
খ. বৈদ্যুতিক রোধ কমে যায়
গ. বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
ঘ. কোনোটিই সত্য নয়
উত্তরঃ
 
19. তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ -
ক. অল্প বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. বেশি বৃদ্ধি পায়
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ
 
20. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
ক. এ্যামিটার
খ. অনুবীক্ষণ যন্ত্র
গ. ভোল্টমিটার
ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter