Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


তড়িৎ
 
1. বাংলাদেশে তড়িৎ এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল – এর তাৎপর্য কি?
ক. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
খ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
গ. প্রতি সেকেন্ড বিদ্যুৎ ৫০ বার উঠানামা করে
ঘ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রমে করে
উত্তরঃ
 
2. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক-
ক. ওয়াট
খ. কুলম্ব
গ. এ্যাম্পিয়ার
ঘ. ওহম
উত্তরঃ
 
3. Ohm’s law is-
ক. P = VI
খ. l2R
গ. V = RI
ঘ. P = V2/R
উত্তরঃ
 
4. ওহমের সূত্র প্রয্যেজ্য হওয়ার জন্য..
ক. উষ্ণতা অপরিবর্তিত থাকা ‍উচিত
খ. উষ্ণতা কমানো উচিত
গ. উষ্ণতা বৃদ্ধি করা উচিত
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ
 
5. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়--
ক. বেশি
খ. কম
গ. সমান
ঘ. দ্বিগুণ
উত্তরঃ
 

6. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ--
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়
উত্তরঃ
 
7. সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ--
ক. তাপ সৃষ্টি
খ. হলুদাভ আলো
গ. আলোর শোষণ
ঘ. আলট্রা ভায়োলেট সৃষ্টি
উত্তরঃ
 
8. অনেক বস্তুর মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে (পরিবাহক), আবার কোনো কোনো বস্তুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না (অপরিবাহক)।নিম্নলিখিত কোন বস্তুটি অপরিবাহক?
ক. তামা
খ. প্লাস্টিক
গ. রূপা
ঘ. লোহা
উত্তরঃ
 
9. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক. তামা
খ. লোহা
গ. রূপা
ঘ. রাবার
উত্তরঃ
 
10. কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক?
ক. কাচ
খ. রাবার
গ. কাঠ
ঘ. তামা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter