Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


বলবিদ্যা
 
31. Who said, A boby will remain at rest unless an external acts on the body”?
ক. Galileo
খ. Einstein
গ. Newton
ঘ. Archimedes
উত্তরঃ
 
32. “To every action there nmis an equal and opposite reactions” – this theory has been given by -
ক. Copernicus
খ. Newton
গ. Alexander
ঘ. Archimedes
উত্তরঃ
 
33. সমান ও বিপরীত প্রতিক্রিয়ার ধারণা প্রদান করেন বিজ্ঞানী--
ক. আইনস্টাইন
খ. নিউটন
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. এ. এ মামুন
উত্তরঃ
 
34. একটি গতিসম্পন্ন বস্তুর ত্বরণ (a) কে প্রকাশ করা হয়--
ক. F = m / a
খ. F = ma
গ. a = Fa
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ
 
35. একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
ক. নিউটনের প্রথম সূত্র
খ. নিউটনের দ্বিতীয় সূত্র
গ. নিউটনের তৃতীয় সূত্র
ঘ. নিউটনের মহাকর্ষীর সূত্র
উত্তরঃ
 

36. জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?
ক. টারবাইন
খ. রোটারী
গ. মোটর
ঘ. রি-অ্যাকশন (প্রতিক্রিয়া)
উত্তরঃ
 
37. মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা
ক. গতির প্রথম সূত্র
খ. গতির দ্বিতীয় সূত্র
গ. গতির তৃতীয় সূত্র
ঘ. ভরবেগের নিত্যতার সূত্র
উত্তরঃ
 
38. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সাথে এর মিল আছে?
ক. বাষ্পীয় ইঞ্জিন
খ. অন্তর্দহ ইঞ্জিন
গ. স্টারলিং ইঞ্জিন
ঘ. রকেট ইঞ্জিন
উত্তরঃ
 
39. বিমান ও রকেট চলার মধ্যে মূল পার্থক্য কি?
ক. বিমান ইঞ্জিনের সাহায্যে
খ. রকেটে প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
গ. রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
ঘ. বিমান ও রকেট উভয়ই বাসাসে ভর করে উড়ে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter