Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


বলবিদ্যা
 
21. Rubber is notable for its.......
ক. lightness
খ. heaviness
গ. elasticity
ঘ. viscosity
উত্তরঃ
 
22. গাড়ির টায়ার রাবারের তৈরি কারণ--
ক. রাবার শক্ত ও স্থিতিস্থাপক
খ. রাবার স্থিতিস্থাপক ও রাস্তাকে আকড়ে ধরে রাখতে পারে
গ. রাবার সহজে ক্ষয়প্রাপ্ত হয়না
ঘ. রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ কম হয়
উত্তরঃ
 
23. M.K.S পদ্ধতিতে Stress এর একক কোনটি?
ক. kg.com
খ. kg/cm
গ. kg/cm2
ঘ. N/m2
উত্তরঃ
 
24. লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত--
ক. যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
খ. ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
গ. হহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্যস্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হয়ে দেয় না।
ঘ. উপরের সবগুলোই সত্য
উত্তরঃ
 
25. টেবিল টেনিস খেলার বলের সুইয়ের কারণ কি?
ক. বায়ুর ঘর্ষজনিত বাধা
খ. বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
গ. বায়ুতে বলটির ঘূর্ণন গতি
ঘ. খেলোয়াড়ের হাতের কজ্বির ক্রিয়া
উত্তরঃ
 

26. সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়--
ক. ত্বরণ
খ. সরণ
গ. দ্রুতি
ঘ. বেগ
উত্তরঃ
 
27. Sir Isaac Newton was a/স্যার আইজ্যাক নিউটন একজন.........ছিলেন।
ক. Scientist
খ. Philosopher
গ. Traveler
ঘ. Physician
উত্তরঃ
 
28. আলো, গতি ও মহাকাশ সূত্রের আবিষ্কারক কে?
ক. নিউটন
খ. আর্কিমিডিস
গ. ডারউইন
ঘ. আইনস্টাইন
উত্তরঃ
 
29. কোন বিজ্ঞানী গতির গাণিতিক সূত্র আবিষ্কার করেন?
ক. নিউটন
খ. আর্কিমিডিস
গ. গ্যালিলিও
ঘ. আইনস্টাইন
উত্তরঃ
 
30. নিউটনের গতিসূত্র কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ১টি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter