Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


বলবিদ্যা
 
11. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসাকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-
ক. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ. পালের দাড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ. পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
উত্তরঃ
 
12. নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
ক. যথাযথভাবে হাল ঘুরিয়ে
খ. নদী স্রোতের সুকৌশল ব্যবহার
গ. পা্ল ব্যবহার করে
ঘ. গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে
উত্তরঃ
 
13. বাকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন?
ক. কেন্দ্রবিমুখী বলের অভাবে
খ. কেন্দ্রবিমুখী বলের আধিক্য
গ. কেন্দ্রমুখী বলের আধিক্য
ঘ. কেন্দ্রমুখী বলের অভাবে
উত্তরঃ
 
14. ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?
ক. MLT-2
খ. MLT-1
গ. MLT-3
ঘ. MLT-2T
উত্তরঃ
 
15. যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন--
ক. বন্দুক লাফিয়ে উঠে
খ. বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
গ. বন্দুক সামনে এগিয়ে যায়
ঘ. বন্দুক আদৌ নড়ে না
উত্তরঃ
 

16. একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
ক. ভারীটির
খ. হালকাটির
গ. গতিবেগ সমান
ঘ. ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে
উত্তরঃ
 
17. বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার--
ক. স্থিতিশক্তি দ্বিগুণ হয়
খ. ভরবেগ দ্বিগুণ হয়
গ. ত্বরণ দ্বিগুণ হয়
ঘ. শক্তি দ্বিগুণ হয়
উত্তরঃ
 
18. কোনটি বেশি স্থিতিস্থাপক?
ক. ইস্পাত
খ. রাবার
গ. কাচ
ঘ. পানি
উত্তরঃ
 
19. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
ক. রাবার
খ. এলুমিনিয়াম
গ. লৌহ
ঘ. তামা
উত্তরঃ
 
20. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম?
ক. লৌহ
খ. তামা
গ. রাবার
ঘ. এলুমিনিয়াম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter