Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


বলবিদ্যা
 
1. A rocket flying to the moon does not need wings because ..........
ক. it has no engine
খ. space is airless
গ. it has no fuel
ঘ. space has too much dust
উত্তরঃ
 
2. সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে---
ক. ছেলেটির পেছনে
খ. ছেলেটির সামনে
গ. ছেলেটির হাতে
ঘ. রেলের ওপরে
উত্তরঃ
 
3. চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে?
ক. স্থিতি জড়তা
খ. গতি জড়তা
গ. যাত্রীর ভারসাম্যহীনতা
ঘ. প্রতিক্রিয়া বল
উত্তরঃ
 
4. বলের (Force) আন্তর্জাতিক একক-
ক. ক্যালরি
খ. নিউটন
গ. অ্যামপিয়ার
ঘ. মাইক্রন
উত্তরঃ
 
5. সিজিএস পদ্ধতিতে বলের একক--
ক. কিলোগ্রাম
খ. মিটার
গ. ডাইস
ঘ. ইঞ্চি
উত্তরঃ
 

6. ডাইন কিসের একক--
ক. বল
খ. দ্রুতি
গ. ত্বরণ
ঘ. ভরবেগ
উত্তরঃ
 
7. এক নিউটন সমান--
ক. 103 ডাইন
খ. 104 ডাইন
গ. 105 ডাইন
ঘ. 106 ডাইন
উত্তরঃ
 
8. 1 kg force is equal to----
ক. 1.02N
খ. 8.9N
গ. 9.8N
ঘ. 12N
উত্তরঃ
 
9. সহসা দরজা খুলতে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?
ক. কব্জার বিপরীত প্রান্তে
খ. মাঝখানে
গ. কজ্বার কাছে
ঘ. উপরের প্রান্তে
উত্তরঃ
 
10. একটি ধ্রুব বল 0.02 কি.গ্রা. ভরের উপর 10 সে. ক্রিয়া করে ভরটিকে স্থিরাবস্থা হতে 5 মিটার দুরে টেনে নিয়ে যায়। বলের মান বের করুন?
ক. 0.001 নিউটন
খ. 0.002 নিউটন
গ. 0.020 নিউটন
ঘ. 0.200 নিউটন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter