Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


পরমাণু গঠন
 
41. ইলেকট্রন হচ্ছে পদার্থের --
ক. কণা
খ. ক্ষুদ্র কণা
গ. সাধারণ কণা
ঘ. অতি ক্ষুদ্র কণা
উত্তরঃ
 
42. একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ হলো--
ক. 1.08 × 10-8 কুলম্ব
খ. 9 × 109 কুলম্ব
গ. 1.606 × 10-19 কুলম্ব
ঘ. 1.66 × 10-9 কুলম্ব
উত্তরঃ
 
43. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
ক. meson
খ. neutron
গ. proton
ঘ. electron
উত্তরঃ
 
44. নিউট্রন আবিষ্কার করেন--
ক. কিউরি
খ. রাদারফোর্ড
গ. চ্যাডউইক
ঘ. থমসন
উত্তরঃ
 
45. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক. ইলেক্ট্রন ও প্রোটন
খ. নিউট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেক্ট্রন ও পজিট্রন
উত্তরঃ
 

46. প্রোটনের ---
ক. পজেটিভ চার্জ আছে
খ. পজেটিভ ও নেগোটিভ এই দুই রকম চার্জই আছে
গ. পজেটিভ চার্জ নেই
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ
 
47. নিম্নের কোন বাক্যটি সত্য নয়-
ক. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
খ. প্রোটন ধনাত্মক আধানযুক্ত
গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
ঘ. ইরেক্ট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
উত্তরঃ
 
48. কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
ক. ইলেক্ট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. নিউক্লিয়াস
উত্তরঃ
 
49. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে--
ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
ঘ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter