Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


পরমাণু গঠন
 
21. ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটোপটির নাম কি?
ক. U233
খ. U235
গ. U238
ঘ. কোনেটিই নয়
উত্তরঃ
 
22. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
ক. আইসোটোন
খ. আইসোটোপ
গ. আইসোবার
ঘ. রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল
উত্তরঃ
 
23. প্রোটন-এর -
ক. পজিটিভ চার্জ আছে
খ. পজিটিভ চার্জ নেই
গ. পজিটিভ ও নেগেটিভ এই দুই রকম চার্জই আছে
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ
 
24. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর স্ংখ্যা সমান নয়, তাদের বলা হয়-
ক. আইসোটোন
খ. আইসোমার
গ. আইসোটোপ
ঘ. আইসোবার
উত্তরঃ
 
25. কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয় (Inert)?
ক. H
খ. He
গ. N
ঘ. O
উত্তরঃ
 

26. ‘ইনার্ট গ্যাস’ কোনটি?
ক. মিথেন
খ. ওজোন
গ. হিলিয়াম
ঘ. অক্সিজেন
উত্তরঃ
 
27. কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inter gas) আটটি ইলেকট্রন নেই?
ক. হিমিয়াম
খ. নিয়ন
গ. আর্গন
ঘ. জেনন
উত্তরঃ
 
28. কোনটি নোবেল গ্যাস নহে?
ক. ওজোন
খ. হিমিয়াম
গ. নিয়ন আর্গন
ঘ. আর্গন
উত্তরঃ
 
29. নিষ্ক্রিয় গ্যাস নয়?
ক. অক্সিজেন
খ. নিয়ন
গ. হিলিয়াম
ঘ. আর্গন
উত্তরঃ
 
30. এরোপ্লেন ও ডুবুরিদের কাঝে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হলো-
ক. হিলিয়াম
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter