Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


পরমাণু গঠন
 
11. সোডিয়াম এর (na23) একটি পরমাণুতে রয়েছে--
ক. ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
খ. ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন
গ. ১২টি প্রোটন ও ১১টি নিউট্রন
ঘ. ১৩টি প্রোটন ও ১০টি নিউট্রন
উত্তরঃ
 
12. সিলিকন পারমাণবিক সংখ্যা কত?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
উত্তরঃ
 
13. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৩৯
খ. ৩২
গ. ৩৩
ঘ. ৩৪
উত্তরঃ
 
14. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৭২
খ. ৮২
গ. ৯২
ঘ. ১০২
উত্তরঃ
 
15. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলে-
ক. আইসোমার
খ. আইসোটোপ
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তরঃ
 

16. হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই?
ক. ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
17. কোন মৌলে নিউট্রন নেই?
ক. লিথিয়াম
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. হিলিয়াম
উত্তরঃ
 
18. এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় তাদেরকে বলে-
ক. আইসোটোপ
খ. আইসোমার
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তরঃ
 
19. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. ভর সংখ্যা সমান থাকে
খ. নিউট্রন সংখ্যা একই থাকে
গ. প্রোটন সংখ্যা সমান থাকে
ঘ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
উত্তরঃ
 
20. ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?
ক. U234
খ. U235
গ. U238
ঘ. সবগুলোই
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter