Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


পদার্থের গঠন
 
11. পরমাণু নামকরণ করেন---
ক. ডেমোক্রিটাস
খ. হেরোক্লিটাস
গ. ম্যাক্স প্ল্যাঙ্ক
ঘ. আইনস্টাইন
উত্তরঃ
 
12. ১৯৩২ সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, তাদের নাম -
ক. স্টেম ফ্লোমিং এবং জন ককত্রফট
খ. স্টেম ফ্লেমিং ও টমাস বুন
গ. আর্নেস্ট ওয়ালটন ও জন ককক্রসফট
ঘ. স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন
উত্তরঃ
 
13. বস্ত বা মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে, তাকে বলে-
ক. অণু
খ. পরমাণু
গ. কণা
ঘ. মৌল
উত্তরঃ
 
14. বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম -
ক. অণু
খ. পরমাণু
গ. কণা
ঘ. মৌল
উত্তরঃ
 
15. দুই বা ততোধিক পরমাণু একত্রিত হলে গঠিত হয়?
ক. আয়ন
খ. যৌগ
গ. অণু
ঘ. রেডিক্যাল
উত্তরঃ
 

16. হাইড্রোজেন মৌলের অনুতে পরমাণুর সংখ্যা-
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ
 
17. নিচের কোনটি অণু গঠন করে না-
ক. নিয়ন
খ. আর্গন
গ. ফ্লোরিন
ঘ. ক ও ক উভয়ই
উত্তরঃ
 
18. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
ক. গাউস
খ. গে লুস্যাক
গ. জন ডাল্টন
ঘ. ডেমোক্রিটাস
উত্তরঃ
 
19. সবচেয়ে হালকা মৌল কোনটি?
ক. হাইড্রোজেন
খ. লিথিয়াম
গ. রেডিয়াম
ঘ. ব্রোমিন
উত্তরঃ
 
20. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
ক. হাইড্রোজেন
খ. হিলিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. আর্গন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter