Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


পদার্থের গঠন
 
1. কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক. রেডন
খ. জেনন
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ
 
2. অক্সিজেনের পারমাণবিক ওজন--
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উত্তরঃ
 
3. অক্সিজেনের আণবিক ভর কত?
ক. ১৬
খ. ১৬গ্রাম
গ. ৩২
ঘ. ৩২গ্রাম
উত্তরঃ
 
4. ১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা --
ক. 1×10-23×1023
খ. ৬.০২ × 1023
গ. ৩.০১ × 10-23
ঘ. ১৪.০৪ × 10-23
উত্তরঃ
 
5. Boron এবং Zirconium এর দুটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রিক
খ. ল্যাটিন
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ
 

6. পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
ক. Pt
খ. Pa
গ. K
ঘ. Po
উত্তরঃ
 
7. Which chemical element is represented by symbol Zn?/কোন রাসায়নিক মৌলের প্রতীক Zn?
ক. Zinc
খ. Boron
গ. Folic
ঘ. Acid
উত্তরঃ
 
8. মৌলের প্রতীক কোনটি নির্দেশক করে না?
ক. মৌলের নামের সংক্ষিপ্ত রূপ
খ. মৌলের একটি পরমাণু
গ. মৌলের একটি অণু
ঘ. মৌলের পারমাণবিক ওজন
উত্তরঃ
 
9. ভারী পানি (Heavy water) এর সংকেত কি?
ক. 2H2O2
খ. H2O
গ. D2O
ঘ. HD2O2
উত্তরঃ
 
10. গ্লুকোজের স্থূল সংকেত কোনটি?
ক. CHO
খ. CH2O
গ. C2H2O2
ঘ. C2HO
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter