Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


শব্দ ও তরঙ্গ
 
21. Decibel is unit of - Or ডেসিবেল ....... এর একক
ক. Sound
খ. Light
গ. Heat
ঘ. Electricity
উত্তরঃ
 
22. যে সর্বোচ্চ শ্রুতি সীমার ওপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
ক. ৭৫ ডিবি
খ. ৯০ ডিবি
গ. ১০৫ ডিবি
ঘ. ১২০ ডিবি
উত্তরঃ
 
23. The loudness of sound depends on--
ক. Wave length
খ. Frequency
গ. Wave amplitude
ঘ. Harmonic content
উত্তরঃ
 
24. একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ--
ক. শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রাবাহিত হয় বলে
খ. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
গ. বাসাতে শব্দ তরঙ্গের বেশি হয় বলে
ঘ. শব্দ কম্পাস্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
উত্তরঃ
 
25. বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?
ক. ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
খ. ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
গ. বাদ্যের সুরকে মধুর করতে ফাঁকা বাক্স অত্যাবশ্যক
ঘ. ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য্ বৃদ্ধি হয়
উত্তরঃ
 

26. লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ--
ক. শূন্য ঘর নীরব থাকে
খ. লোক ভর্তি ঘরে মানুষের শোরগেোল হয়
গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ. শূণ্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
উত্তরঃ
 
27. শব্দ বিস্তারের জন্য--
ক. কোন মা্ধ্যমের প্রয়োজন হয় না
খ. স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
গ. বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ
 
28. শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার?
ক. তাপ
খ. মাধ্যম
গ. চাপ
ঘ. আলো
উত্তরঃ
 
29. যদি চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?
ক. তৎক্ষণাৎ
খ. ৬ সেকেন্ড
গ. ৬০ মিনিটে
ঘ. কখনও শুনা যাবে না
উত্তরঃ
 
30. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
ক. চাঁদে কোন জীব নেই তাই
খ. চাঁদে কোন পানি নেই তাই
গ. চাঁদে বায়ুমন্ডল নেই তাই
ঘ. চাঁদের মাধ্যাকর্ষজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজতিন ত্বরণ অপেক্ষা কম তাই
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter