Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান


শব্দ ও তরঙ্গ
 
1. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
ক. শূন্য মাধ্যমে
খ. তরল মাধ্যমে
গ. কঠিন মাধ্যমে
ঘ. বায়ুবীয় মাধ্যমে
উত্তরঃ
 
2. কোন মাধ্যমে শব্দে গতি সবচেয়ে বেশি?
ক. শূন্যতায়
খ. লোহা
গ. পানি
ঘ. বাতাস
উত্তরঃ
 
3. কোন মাধ্যম শব্দ অধিক দ্রুত গতিতে চলে?
ক. পানিতে (Water)
খ. ইস্পাতে (steel)
গ. বাতাসে (Air)
ঘ. বায়ুশূন্য (Vacum) মাধ্যমে
উত্তরঃ
 
4. বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?
ক. বাড়ে
খ. সামান্য কমে
গ. কমে যায়
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ
 
5. কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততম চলে?
ক. শীতকালে
খ. গ্রীষ্মকালে
গ. বর্ষাকালে
ঘ. বসন্তকালে
উত্তরঃ
 

6. সমুদ্রের তীরে একটি বিস্ফোরণ ঘটলে কে আগে শুনতে পারে?
ক. এক কিলোমিটার দূরে ভূমিতে অবস্থানকারী একজন ব্যক্তি
খ. এক কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থানকারী একজন ব্যক্তি
গ. এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নীচে অবস্থানকারী একজন ব্যক্তি
ঘ. সকলেই একসঙ্গে শব্দটা শুনতে পারে
উত্তরঃ
 
7. পানিতে ডুব দিয়ে কেউ হাততালি দিলে, সেই তালির শব্দ জোরে শুনতে পাবে--
ক. ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি
খ. পানির তীরে দাঁড়ানো ব্যাক্তি
গ. ডুবন্ত অবস্থায় কেউ শব্দ শুনতেই পাবে না
ঘ. সকলেই জোরে শব্দ শুনতে পারবে
উত্তরঃ
 
8. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
ক. শূন্যতায়
খ. কঠিন পদার্থে
গ. তরল পদার্থে
ঘ. বায়বীয় পদার্থে
উত্তরঃ
 
9. বাতাসে শব্দের গতি ঘন্টায়-
ক. ৭৫৭ মাইল
খ. ১১৫৭ মাইল
গ. ২০৫৭ মাইল
ঘ. ৩৮৫৭ মাইল
উত্তরঃ
 
10. বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-
ক. কমে
খ. বাড়ে
গ. প্রথমে বাড়ে পরে কমে
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter