Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


কম্পিউটার সফটওয়্যার
 
1. Which will be the most suitable computer programmer that you can use to prepare your biodata?/ নিচের কোন প্রোগ্রামটি জীবনবৃত্তান্ত তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত?
ক. MS Word
খ. MS Excel
গ. Power Point
ঘ. Oracle
উত্তরঃ
 
2. Which one is an application package?
ক. DOS
খ. LOTUS
গ. LINUX
ঘ. UBUNTU
উত্তরঃ
 
3. Which of the following is spreadsheet software?/নিচের কোনটি একটি স্প্রেডসিট সফটওয়্যার?
ক. MS Word
খ. PowerPoint
গ. MS Excel
ঘ. Google
উত্তরঃ
 
4. MS Excel is a--
ক. Graphics software
খ. Word processing
গ. Designing software
ঘ. Spreadsheet software
উত্তরঃ
 
5. Which of the following applications is used for calculations? Or কম্পিউটারে কোন হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যাটি উপযোগী?
ক. Microsoft Word
খ. Microsoft Excel
গ. Microsoft Outlook
ঘ. Microsoft Powerpoint
উত্তরঃ
 

6. Which software is more useful in preparing a report with statistical and accounting analysis?
ক. MS Word
খ. MS Power Point
গ. MS Excel
ঘ. MS Access
উত্তরঃ
 
7. যদি কোন ফার্ম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর জন্য একটি কম্পিউটার ভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতি তৈরি করে, তবে আমরা তাকে বলবো-
ক. Software Package
খ. Hardware Package
গ. Spread Sheet
ঘ. Data Base
উত্তরঃ
 
8. আর্থিক পরিসংখ্যান যেমন গড় কর্মচারী বেতন, মোট মজুরি এবং বিক্রয়লদ্ধ অর্থ বের করতে তোমার দরকার হবে?
ক. SPSS
খ. MS Excel
গ. WINDOWS-98
ঘ. MS Word
উত্তরঃ
 
9. If a finance manager wants to forecast sales over a five-year period using microcomputer, he would probably use
ক. MS Word
খ. Power Point
গ. MS Outlook
ঘ. MS Excel
উত্তরঃ
 
10. For which of the following purposes spreadsheets cannot be used?/নিচের কোন উদ্দেশ্যে স্প্রেডসিট ব্যবহার করা যায় না?
ক. Simple Data management
খ. Loan Calculations
গ. Budgeting
ঘ. Trigonometric Calculations
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter