Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


সিস্টেম ইউনিট
 
21. The brain of a computer is-/ কম্পিউটারের মস্তিস্ক হলো-
ক. Memory
খ. Hardware
গ. Software
ঘ. Microprocessor
উত্তরঃ
 
22. নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
ক. গ্রাফ্রিক্স কার্ড
খ. হার্ড ডিস্ক
গ. প্রসেসর
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
23. Another word for the CPU is ---/ CPU এর অন্য নাম-
ক. Execute
খ. Micro chip
গ. Microprocessor
ঘ. Decode
উত্তরঃ
 
24. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
ক. কন্ট্রোল ইউনিট
খ. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
গ. গাণিতিক ইউনিট
ঘ. যুক্তি বর্তনী ইউনিট
উত্তরঃ
 
25. All the logical and mathematical calculations done by the computer happen in/on the-/- কম্টিউটারের সকল গাণিতিক এবং যুক্তি সম্পর্কিত হিসাবাদি ..... সম্পন্ন হয়।
ক. Motherboard
খ. Memory
গ. Hard Disk
ঘ. CPU
উত্তরঃ
 

26. কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত--
ক. গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
খ. স্মৃতি ও যু্ক্তি বর্তনী অংশের সমন্বয়ে
গ. অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ঘ. অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তরঃ
 
27. Which one is not a part of CPU?/ কোনটি সিপিইউ এর অংশ নয়?
ক. Arithmetic Unit (গাণিতিক অংশ)
খ. Logic Unit (যুক্তি অংশ)
গ. Register (রেজিস্টার)
ঘ. All of These
উত্তরঃ
 
28. In the CPU, the .... unit controls resources in the computer./ সিপিইউতে, .... ইউনিট কম্পিউটার রিসোর্সসমূহ নিয়ন্ত্রণ করে।
ক. Command
খ. Arithmetic logic
গ. Memory
ঘ. Control
উত্তরঃ
 
29. The brain of a computer within the CPU is-/ সিপিইউ এর কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক. ALU
খ. Josephson Buble
গ. Register
ঘ. Control Unit
উত্তরঃ
 
30. What part of the computer interprets and executes instructions that are posed to it?
ক. RAM
খ. CPU
গ. ROM
ঘ. Cache
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter