Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


আউটপুট ইউনিট
 
21. Which of the following is not an output device?/ নিচের কোনটি একটি আউটপুট যন্ত্র নয়?
ক. Monitor
খ. Printer
গ. Mouse
ঘ. Speaker
উত্তরঃ
 
22. Which of the following is not an output device?/ নিচের কোনটি একটি আউটপুট যন্ত্র নয়?
ক. Scanner
খ. Printer
গ. Laser printer
ঘ. Monitor
উত্তরঃ
 
23. Plotter কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. মেমোরি
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ
 
24. মনিটরের কাজ হলো--
ক. গাণিতিক সমাধান করা
খ. বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
গ. লেখা ও ছবি দেখানো
ঘ. এদের কোনটিই নয়
উত্তরঃ
 
25. Color monitors produce multicolor images by combining the colors?/ নিচের কোন রঙগুলোর সমন্বয়ে রঙিন মনিটর বিভিন্ন রঙের ছবি তৈরি হয়?
ক. red, green and blue (লাল, সবুজ, এবং নীল)
খ. yellow, red and blue (হলুদ, লাল এবং নীল)
গ. black, blue and green (কাল, নীল এবং সবুজ)
ঘ. red, blue and white (লাল, নীল এবং সাদা)
উত্তরঃ
 

26. Pixel of a color monitor consists of 3 color dots. The colors are ---/ কালার মনিটরের পিক্সেল তিনটি রঙের সমন্বয়ে গঠিত । রঙগুলো হলো--
ক. red, green, blue
খ. cyan, magenta, black
গ. red, black, white,
ঘ. black, white, green
উত্তরঃ
 
27. CRTs, LEDs and LCDs are--
ক. NMR variations
খ. Used for output, not for input
গ. common types of display screens
ঘ. Obsolete the discovery of electrical mouse
উত্তরঃ
 
28. What does LCD stand for?/ LCD এর তাৎপর্য হলো-
ক. level and clean disk
খ. liquid crystalled document
গ. liquid clustered disk
ঘ. liquid crystal display
উত্তরঃ
 
29. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক. এল.ই.ডি
খ. আই.সি
গ. এল. সি. ডি
ঘ. সিলিকন চিপ
উত্তরঃ
 
30. ........... supports to display black letters in caculator./..... এর সাহায্যে ক্যালকুলেটারে কালো লেখাগুলো ফুটে উঠে?
ক. LED
খ. Silicon Chip
গ. LC
ঘ. LCD
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter